• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:২১:১৮ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় ইউপিডিএফের সড়ক অবরোধ চলছে

৫ এপ্রিল ২০২৩ সকাল ১১:৩৪:১৩

সংবাদ ছবি

মো: ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে।

৫ এপ্রিল বুধবার ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

এ সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকালের দিকে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে ইউপিডিএফ সমর্থকরা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে মাটিরাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশী প্রহরায় যান চলাচল স্বাভাকিক রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার রয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত ২ এপ্রিল বিকেলে চাঁদাবাজি করার সময় উপস্থিত জনসাধারণের হাতে গণধোলাইয়ে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা প্রকাশ (উষা মারমা'র) মৃত্যু হয়। পরে সন্ধায়  হ্লাচিং মং মারমার মৃত্যুর প্রতিবাদে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা খাগড়াছড়ি জেলায় এ অবরোধের ডাক দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭