• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:১২:১১ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে বিনামূল্যে সার-বীজ পেলেন কৃষকরা

১৩ এপ্রিল ২০২৩ সকাল ১০:৩০:৪১

সংবাদ ছবি

মো. নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় পাঁচশ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ সব বীজ-সার বিতরণ করা হয়।

১২ এপ্রিল বুধবার সকালের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ কৃষকদের হাতে তুলেন দেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সালাউদ্দিন।

উপজেলার পাঁচশ জন কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে উফশী আউশ বীজ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামূল্যে সার-বীজ দিচ্ছে। সব ধরনের সুবিধা দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষিসামগ্রী দিচ্ছে। এমন সব সুবিধা আগে কোনো সরকার দেয়নি। তাই আওয়ামী লীগ সরকার কৃষক ও জনগণের প্রিয় সরকার। আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

এ-সময় ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবু সুশান্ত দেবনাথসহ উপজেলার সকল ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩