• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৩৩:৪০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন

১৬ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:১৫:০৪

সংবাদ ছবি

আব্দুল আলীম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সেন্দুরল্যা গ্রামে সাহাবুদ্দিন (১২) নামের এক শিশুর উপর মধ্যযুগীয় কায়দার নির্যাচতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পিতা  আ: খালেক এবং সৎ মা  আমিনা বেগমের বিরুদ্ধে এমন নির্যাতনের অভিযোগ উঠেছে।

জানা যায়, গত কয়েক দিন ধরে শিশু সাহাবুদ্দিনের আত্মীয় স্বজনরা তাকে না দেখতে পাওয়ায় তার বাবা ও সৎমাকে বারবার জিজ্ঞাসা করেন। এসময় তারা বলেন, শাহাবুদ্দিন বাসায় আছে এবং ভাল আছে।

Ad
Ad

তবুও সন্দেহ হলে শনিবার দুপুরে তাকে দেখার জন্য আত্মীয় স্বজনরা তার বাসায় আসেন। এসময় তারা দেখতে পান সাহাবুদ্দিনকে দুই পায়ের মধ্যে বাঁশ ঢুকিয়ে দুই হাত ও দুই পা পিছনে রশি দিয়ে বেঁধে গোয়াল ঘরে আটকে রাখা হয়েছে। শিশুটির এমন অবস্থা দেখে তার মামাতো ভাই আনোয়ার হোসেন স্থানীয় লোকজনদের ডেকে এনে আটক অবস্থা থেকে উদ্ধার করেন।

Ad

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে আসেন। এসময় শিশুটির সৎ মা আমিনা বেগমকে এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি সববিছু অস্বীকার করেন। পরে বলেন, তিনি শিশুটিকে চেনেন না এবং গোয়াল ঘরে কীভাবে এসেছে তাও তিনি জানেন না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাচ্চাটির পুরো শরীরে অসংখ্য মারপিটের দাগ রয়েছে। শিশুটির সাথে কথা বলে জানা যায় এ কয়দিন সে গোয়াল ঘরের মাটি ও আবর্জনা খেয়ে থেকেছে। পরে শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি ঘটনার ভিডিও দেখেছি। যেহেতু আমরা অভিযোগ পেয়েছি। সুতরাং তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫




Follow Us