• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৮:৩৭:৫৭ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড় ভাইয়ের ওপর অভিমান করে ছোট ভাইয়ের আত্মহত্যা

৫ মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩৫:২৩

সংবাদ ছবি

মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বড় ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছোট ভাই জোবায়ের হোসেন (১৩) আত্মহত্যা করেছে।

৪ মে বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের তৈয়ব মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন গোমতী ইউনিয়নের তৈয়ব মেম্বার পাড়ার মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে।

পরিবার ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, জোবায়ের হোসেন স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ে। গত কয়েকদিন মাদ্রাসায় না যাওয়ায় তার বড় ভাই তাকে বকাঝকা করে। এসময় বড় ভাইয়ের সাথে অভিমান করে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বড় ভাই জানান, জোবায়ের কয়েকদিন মাদ্রাসায় না যাওয়ায় তাকে বকা দিয়ে একটা থাপ্পর দিয়েছিলাম। এসময় সে ঘরে চলে আসে। কিছুক্ষন পর জোবায়েরকে ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেতে পেয়ে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে আমার ভাই আর বেঁচে নেই।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭

সংবাদ ছবি
সখিপুরে গণপিটুনিতে অটো চোর নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:৪০