• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৩:৩৪:৫৩ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ওসির সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

১৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৫৮

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মূলধারার গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি রোববার দুপুরে রাঙ্গুনিয়া থানার কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

এ সময় ওসি বলেন, অহেতুক ও সাজানো মামলায় কাউকে গ্রেফতার করা হবে না। আমরা প্রত্যেকটা মামলা ভালো করেই তদন্ত করছি। এছাড়াও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কাউকে ধরা হলে যতবড় প্রভাবশালী হোক না কেনো কারো তদবির গ্রহণ করা হচ্ছে না।

সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মনি, শান্তি রঞ্জন চাকমা, প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য ইসমাইল হোসেন নয়ন, আশেক এলাহী, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাসান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন ও মো. শহিদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭