• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:১৩:২১ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশিগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

২৪ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৬:৪৬

সংবাদ ছবি

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় নূর মোর্তুজা (বিচ্চু) (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মমুর্তোজা (বিচ্চু মিয়া) সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামের মৃত মোনাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিচ্চু মিয়া বিকালে বাজার করার জন্য স্থানীয় কামালের বার্ত্তী বাজারে যায়। বাজারের কাজ শেষে নিজ বাড়িতে হেঁটে ফেরার পথে বালুরগ্রাম নামক স্থানে রাস্তায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিচ্চু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সাধুরপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭