• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৮:২২:০৬ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শার্শার গোগা সীমান্তে ১০ কোটি টাকার ডায়মন্ডসহ আটক ১

৩০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৫৬:১৭

সংবাদ ছবি

যশোর প্রতিনিধি: যশোর জেলার শার্শার গোগা সীমান্তে থেকে ১০ কোটি টাকার ডায়মন্ড জুয়েলারিসহ হাফিজুর রহমান (৫৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক হাফিজুর একই গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে ।

এ সময় তার কাছ থেকে ৭টি আংটি, ২টি পায়েল, ২ পিচ ব্রেসলেট, ১ পিচ বালা, ৩ পিচ নাঁকফুল, ১২ পিচ ও ১টি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশে ডায়মন্ড পাচার হবে এমন গোপন খবরে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভূলাট সীমান্তের বদিপাড়া রাস্তার পার্শ্বে অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যানসহ চালককে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরের কোমরে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, ১টি ব্রেসলেট, ৩টি হাতের বালা, ১২টি নাকফুল উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৯,৬০,৪৫,০৭০/- (নয় কোটি ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর) টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার ডায়মন্ড জুয়েলারি যশোর ট্রেজারি অফিস জমা করা হয়েছে এবং আটক আসামিকে ভ্যানসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭

সংবাদ ছবি
সখিপুরে গণপিটুনিতে অটো চোর নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:৪০