• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৪৪:৪৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে ৮ ইটভাটাকে মোবাইল কোর্টে ১৬ লক্ষ টাকা জরিমানা

৯ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৪১:৫২

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি রোববার মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযানে ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক ও প্রসিকিউটর মনোয়ারুল ইসলাম।

মোবাইল কোর্ট পরিচালনার সময় র‍্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে মোট ছয়টি ইটভাটাকে দুই লক্ষ টাকা করে এবং একটি ইটভাটাকে তিন লক্ষ টাকা ও আরো একটি ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপপরিচালক ড. মো. ইউসুফ আলী বলেন, পরিবেশ অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। আইন লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭