• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৩:২০ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন

১২ মার্চ ২০২৫ বিকাল ০৫:১৬:৫৯

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ বুধবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক সুব্রতা রায়, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মালা দেব, বদরুন্নেছা বীথি, শিক্ষার্থী বিথি খাতুন, অনামিকা আক্তার, তুলসী রবিদাস। এছাড়া এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কৃষক সমিতির সভাপতি নুর মো. আনছার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকড়ি রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন নারীরা কখনো কন্যা, বধু, বোন ও মায়ের রূপে পুরুষের সকল কাজের অংশীদার। তাই সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা। অন্যদিকে শিশু আছিয়ার ধর্ষকসহ সকল ধর্ষকদের ফাঁসির দাবি জানান। নারী ও শিশুর প্রতি নিপীড়ন-নির্যাতনকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং অধিকার রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪








সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭