• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৪৭:১৫ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার

২২ মার্চ ২০২৫ সকাল ১০:১৮:০৮

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা।

২১ মার্চ শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে জেলা জামায়াতের সহ-সম্পাদক এ্যাড. মহসিন কবির মুরাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।

সংগঠনটির জেলা নায়েবে আমীর এ্যাড. নজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারি মো. ফারুক হোসাইন নুর নবী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি আ.হ.ম মোশতাকুর রহমান, দৈনিক ইত্তেফাকের লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আব্দুল মালেক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আব্বাস হোসেন, ও ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী’র সহ-সম্পাদক মাও. নাসির উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক মমিন উদ্দিন আহমাদ পাটোয়ারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী ও শহর শাখার আমীর এ্যাড. আবুল ফারাহ নিশান।

এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩