• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৪:১২:৩৩ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে যুবকের কারাদণ্ড

২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৫:৪০

সংবাদ ছবি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২ অক্টোবর সোমবার সকালে পৌরসভার বাবু পাড়া নামক এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

সাজাপ্রাপ্ত ওই বখাটে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকার গেদু মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৬)।

জানা যায়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে তাকে ওই যুবক হাত ধরে টান দিলে মেয়েটি চিৎকার করে উঠে। চিৎকার শুনে এলাকাবাসী ওই বখাটে যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে মারধর করে। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, ওই যুবক স্কুল ছাত্রীকে হাত ধরে টান দিয়েছে। এর আগেও সে একাধিকবার এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে জানতে পেরেছি। সে কারণে দণ্ডবিধি ৫০৯ ইভটিজিং ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭