• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৪০:৫৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

দামে খুশি মেহেরপুরের মাষকলাই চাষিরা

১৩ নভেম্বর ২০২৩ সকাল ১১:৩৩:১৪

সংবাদ ছবি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন মাঠের এবার মাষকলাইয়ে পাতা ও ফল ছিদ্রকারী পোকা লাগায় ফলন বিপর্যয় ঘটে। তবে এবার মাষকলাইয়ের ভালো দাম পেয়ে খুশি চাষিরা।

জানা গেছে, চলতি বছর রেকর্ড দামে বিক্রয় হচ্ছে মাষকলাই। চাষিরা জানান, কলাইয়ে পাতা বা ফল ছিদ্রকারী পোকা লাগায় কিছুটা ফলন বিপর্যয় ঘটেছে। তবে ভালো দাম পাওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নেয়া যাচ্ছে।

Ad
Ad

চেংগাড়া গ্রামের কলাই চাষি মাহারুল ইসলাম বলেন, মাষকলাইয়ে ভালো ফলন হয়েছে। তবে পোকার আক্রমণ না হলে আরও ভালো হতো। চলতি বছর সার, কীটনাশক, মজুরিসহ সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় আবাদ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তবে ভালো দাম পাওয়ায় খুশি আমরা।

Ad

রামদেবপুর গ্রামের কলাই চাষি মো. গোলাম মোস্তফা বলেন, এবার কলাইয়ের অনেক ভালো ফলন হয়েছে। কলাইয়ের বাজার দর মণপ্রতি ৪ হাজার টাকা। আরেকটু নরমগুলো মণপ্রতি ৩৫০০ টাকা। এক বিঘা জমিতে ৬ থেকে ৭ মণ কলাই পাওয়া যায়। কলাই ওঠা পর্যন্ত মোট  খরচ হয় ২ হাজার টাকা।

কলাই ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, কলাইয়ের বাজার দর মণপ্রতি ৪ হাজার টাকা। আশা করছি, দাম আরও বাড়বে। অনেকে কুমড়ো বড়ি দেওয়ার জন্য কলাই ক্রয় করছে। কুমড়ো বড়ির জন্য কলাইয়ের একটা আলাদা কদর রয়েছে।

মেহেরপুর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় কলাই চাষ হয়েছে ২৭ হেক্টর জমিতে।

মেহেরপুর জেলার কৃষি উপ-পরিচালক বিষ্ণুকৃষ্ণ হাওলাদার, বলেন কলাইয়ে ভালো দাম পাওয়ায় কৃষকরা খুব খুশি। আর এভাবে দাম থাকলে আগামী বছর আশা করছি কলাই চাষ আরও বাড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







Follow Us