• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১০:০৯:১৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নির্বাচন বাতিল ও সরকার পদত্যাগের দাবিতে বরিশালে বাম জোটের বিক্ষোভ

২৭ জানুয়ারী ২০২৪ রাত ০৮:০০:৩৪

সংবাদ ছবি

বরিশাল প্রতিনিধি: ‘প্রহসনের ডামি নির্বাচন বাতিল এবং একতরফা সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন’ দেওয়ার দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

২৭ জানুয়ারি শনিবার সকাল ১১টায় শহরের অশ্বিন কুমার হল চত্বর এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার।

Ad

এ সময়ে বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি এক তরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আর একটি কলঙ্ক রচিত হয়েছে।

তারা আরও বলেন, প্রহসনের এই ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। সারাদেশে ভোট কেন্দ্রে না গিয়ে নিরব প্রতিবাদ জানিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চাপে জনজীবন আজ অতিষ্ঠ। জনগণ এই সরকারের শোষণ থেকে মুক্ত হতে চায়। 
বক্তারা অবিলম্বে ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭





Follow Us