• ঢাকা
  • |
  • সোমবার ৭ই পৌষ ১৪৩২ ভোর ০৪:১৯:১৬ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।স্থানীয় একাধিক সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের অনুসারী, জুলাই যোদ্ধা, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালীন কিছু সময়ের জন্য ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এদিকে বাদ জুম্মা সফিপুর বাজার এলাকায় অনুষ্ঠিত পৃথক প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।