• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৮:৫৫ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটি সদরের ১৩২ শিক্ষার্থীকে ডিও লেটার দিলেন জেলা প্রশাসক

১১ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫২:৫৫

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি-দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থীদের ডিও লেটার প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

১১ আগস্ট সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

এসময় অন্যান্যের মধ্যে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙামাটি জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমাসহ রাঙামাটি শহরের মাধ্যমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে রাঙামাটির সদর উপজেলার ১৩২জন স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক শিক্ষার্থীকে এ ডিও লেটার সনদপত্র প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪