• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৫৩:১৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, থানায় মামলা

৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:১৮

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রের ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত একটি সিন্ডিকেট এবং একটি রাজনৈতিক গ্রুপ এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনাটি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, ভেজাল জমি ক্রয়-বিক্রয়ের একটি সিন্ডিকেট এবং একটি রাজনৈতিক গ্রুপ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তদন্তের স্বার্থে যারা জড়িত রয়েছে তাদের নাম আপাতত গোপন রাখা হচ্ছে। তবে এই বিষয়টি মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে। দ্রুত জড়িতদের বিষয়টি খোলাসা করা হবে বলেও জানান তিনি।

এর আগে ফটিকছড়ির পৌর এলাকার রাজুর চৌমুহনী থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে দু’জনকে। তারা হলেন, ইকবাল হোসেন প্রকাশ শাকিল ও তার মা রহিমা বেগম।

এছাড়া বাংলাদেশ পেনাল কোডের ২৪ ধারায় সরকারি কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে। এ মামলার আসামিদের মধ্যে শাকিল ও তার মা রহিমা বেগম ছাড়াও রয়েছেন মো. আক্কাস, মহিউদ্দিন ও মো. হাবিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭