সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন যুবককে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম.তারিক হোসেন খানের নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো.আকতার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন- হাজারিহাট বানিয়া পাড়ার মো.সেলিম ইসলাম (২০), মো.সজিব জয় (১৯) ও ছইল ঝাড়পাড়ার, মো.রাকিব ইসলাম (১৯)।
এ সময় জুয়া খেলার জন্য ব্যবহৃত দুই বান্ডিল পুরোনো তাস ও নগদ ১ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available