নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যখনই কোনো পূজা আসে-দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা-তখনই ষড়যন্ত্রকারীরা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি, বিএনপি নেতাকর্মীরা সকল সম্প্রদায়ের পাশে থাকবে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আপনাদের পাশে থেকে জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে।”
১৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available