- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:০৭:৩১ (28-Dec-2025)
- - ৩৩° সে:
স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পূর্বধলা উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আলম খাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম মন্ডল মনি, আতিকুর রহমান খান উজ্জ্বল, সদস্য শহিদুল ইসলাম আঙ্গুর, জাহিদ হাসান শাকিল, কায়কোবাদ খোকন প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি-অপচেষ্টা ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর যেন কোনও দাঙ্গা-হাঙ্গামা সংঘটিত না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
পাশাপাশি বক্তারা পুলিশ কনস্টেবল হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available