• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:০৮:৩৭ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

দেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত ১

১৬ আগস্ট ২০২৪ বিকাল ০৫:২২:১২

দেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে গত ৫ আগস্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুরের জেরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মাঝে ১৬ আগস্ট শুক্রবার সকাল ৯টায় বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

Ad

বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালানো হয়। এ সময় সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিদ্দিকুর রহমান ঐ এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সমাধানের আশ্বাসে শুক্রবার সালিশি বৈঠকের আয়োজন করে স্থানীয়রা। ঐ সালিশি বৈঠকে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে একজন নিহত হন।

এছাড়াও এ ঘটনায় আরো ১০ জন আহতসহ দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩



Follow Us