- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৫:৪৫ (28-Dec-2025)
- - ৩৩° সে:
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। ধর্মীয় বিভেদ, বর্ণ ও শ্রেণিবৈষম্য ভুলে সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের। তবেই শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে।

৫ অক্টোবর শনিবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয়ে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


সালমা ইসলাম আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দলমত, ভেদাভেদ বাদ দিয়ে এ উৎসব পালন করুন। হিন্দু সম্প্রদায়ের এ উৎসবকে নির্বিঘ্নে পালন করতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক শান্তির নিবাস দোহার-নবাবগঞ্জ। এই সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।
এ সময় তিনি দোহার-নবাবগঞ্জ উপজেলার ২২১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রতিটি মন্দিরের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সহ-সভাপতি আসাদুর রহমান রানা, রিপন মোল্লা, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, উপদেষ্টা টিপু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় পার্টি নেতা মো. ওয়াসিম, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা শ্রী কৃষ্ণ সাহা, শুভ্র তালুকদার, বিনয় কুমার সরকার প্রমুখ।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available