• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১২:৩৬:০৫ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

জৈন্তাপুরে বিদেশি মদ নিয়ে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৪:৫৪

জৈন্তাপুরে বিদেশি মদ নিয়ে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া তিন ব্যক্তি হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার পুত্র হাবিবুর রহমান (৩৮)।

Ad

আটকদের মধ্যে হাবিবুর রহমান নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারসহ তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রঙের প্রাইভেট কারে (ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮) তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিকালে কারে থাকা তিন ব্যক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের একটিসহ মোট তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us