- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:৫০:৫৪ (28-Dec-2025)
- - ৩৩° সে:
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নসিমনের চাকায় পিষ্ট হয়ে তিথি রানী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি রানী ওই এলাকার বিষ্ণু রায়ের মেয়ে।


স্থানীয়রা জানান, উপজেলার ঢাকাইয়াটারী এলাকায় শিশুটির বাবা, স্ত্রী সন্তান নিয়ে নিজে ইজিবাইক চালিয়ে বাড়ির পার্শ্ব রাস্তা থেকে লালমনিরহাট-চাপারহাট আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় চাপারহাট গামী একটি নসিমন তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে শিশু তিথি রানী নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় তার বাবা-মা আহত হয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available