- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:৫০:১৬ (28-Dec-2025)
- - ৩৩° সে:
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ১০ ভরি স্বর্ণ ও ৭৮ হাজার টাকা লুট করছে দুর্ধর্ষ ডাকাতের দল। এ সময় ডাকাতদের আঘাতে দুজন আহত হয়েছেন।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রাইমারি স্কুলের শিক্ষক শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।


বাড়ির গৃহকর্তা শিক্ষক শাহজাহান হালাদার জানান, রাত অনুমান পৌনে ৩টার দিকে ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশ পরিহিত ৫-৬ জন লোক ঘরে প্রবেশ করে আমাকে ও স্ত্রীকে বেধে ঘরের আলমারি ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতরা আমাদেরকে মারধর করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে শিক্ষক শাহজাহান মিয়া জানান।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available