• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৩৮:১১ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

বিদ্যালয় থেকে উধাও ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন

১৫ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০১:২২

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন উধাও হয়েছে। গত ১ জানুয়ারি দিবাগত রাতে চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলতাব হোসেন গত ২ জানুয়ারি পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার ১২ দিন অতিবাহিত হলেও সরেজমিন তদন্ত করতে যায়নি পুলিশ।

Ad

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রধান শিক্ষক বিকাল ৪টায় শ্রেণিকক্ষের দরজায় তালা দিয়ে চলে যান। পরের দিন সকালে বিদ্যালয়ে এসে দেখেন, হলরুমের মাঝখানের দরজার হেজবল খোলা। এসময় তিনি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে দেখেন ৬৫ ইঞ্চি টেলিভিশনটি নেই।

তবে শিক্ষকসহ স্থানীয়দের অভিযোগ, হলরুমের চাবি যাদের কাছে আছে তাদের সহযোগিতায় চুরির এ ঘটনাটি ঘটেছে। কারণ, শ্রেণি কক্ষটি তালাবদ্ধ ছিল। একটি দরজার ভিতরের সিটকিনি খোলা ছিল। কোন মতেই জানালা দিয়ে হাত বাড়িয়ে সিটকিনি খোলা সম্ভব না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, চুরির বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু গত ১২ দিনেও পুলিশ তদন্তে আসেনি। আমি যোগাযোগ করেছি।

Ad
Ad

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, কয়েকদিন ছুটিতে ছিলাম। অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬




সংবাদ ছবি
হাদির মৃত্যুতে তারকাদের আবেগঘন পোস্ট
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫২:৫৪




সংবাদ ছবি
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৫:৫০


Follow Us