• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৪২:১৯ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে পৌনে তিন লাখ টাকার মাদক জব্দ

১৯ জুলাই ২০২৫ সকাল ০৯:৩১:০১

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপসহ পৌনে তিন লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বিভিন্ন সীমান্তের ৩টি টহল দল একযোগে এই অভিযান পরিচালনা করে।

Ad

১৮ জুলাই শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মাদক পাচার করবে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সুনির্দিষ্ট এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ১৫ বিজিবি’র তিনটি টহল দল স্থানীয়দের সহায়তায় কাশিপুর, শিমুলবাড়ী ও দৈখাওয়া সীমান্ত এলাকায় ওঁৎ পেতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৬.৫ কেজি গাঁজা, ৯৪ বোতল ইস্কাফ সিরাপ এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের সর্বমোট বাজারমূল্য ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা।

এ বিষয়ে ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।" তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।

এ ঘটনায় পলাতক আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সমঝোতা ছাড়াই শেষ হলো পাক-আফগান সংলাপ
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১২:১৮


সংবাদ ছবি
ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৭:৩৯

সংবাদ ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৩৪
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৪২

সংবাদ ছবি
গাজীপুরে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৫:০০

সংবাদ ছবি
প্রেম নিয়ে যে টিপস দিলেন কোয়েল
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৩:৩৭



Follow Us