- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:২৭:২২ (28-Dec-2025)
- - ৩৩° সে:
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বদলি করা হয়েছে।

৫ জুন সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, বেলকুচির ওসিকে বদলি করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বদলি রুটিন ওয়ার্ক বলে উল্লেখ করেন তিনি।


এর আগে, ৪ জুন রোববার দুপুরে ওসি আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন।
মানববন্ধন থেকে ওসিকে বদলির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। ওসির বিরুদ্ধে তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে, এক পক্ষের মপুদদষ্ট এজন্য তিনি পক্ষপাতমূলক আচরণ করেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওসির বদলি আমাদের আন্দোলনের ফসল। এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available