• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:১৩:৪৪ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কর্নেল লুৎফর

৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৮:২৩

সংবাদ ছবি

‎গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে গ্রেফতারের ঘটনাকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে প্রেস ব্রিফিং করেছেন সেনাবাহিনী।

Ad

৭ নভেম্বর শুক্রবার সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউটের সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান।

Ad
Ad

তিনি জানান, গত ৬ নভেম্বর ভোর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল এলাকায় যৌথ অভিযান চালানো হয়। 
এ সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভিতর থেকে গ্রেফতার করা হয়। একই অভিযানে আরও ছয় সহযোগীকেও আটক করা হয়। 
অভিযান চলাকালীন সময়ে তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুইটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুইটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান বলেন, একটি গোষ্ঠী এই গ্রেফতার অভিযানকে রাজনৈতিক রঙ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। সেনাবাহিনী কোনো ব্যক্তিবিশেষ নয়, দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার পক্ষে কাজ করে। যারা এই অপপ্রচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও জানান, এনামুল হক মোল্লার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মামলা চলমান রয়েছে। কিছু মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৪



সংবাদ ছবি
চাটমোহরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:২৭








Follow Us