বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে সুশীল সাপোর্টিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এ্যান্ড রুলস অব ল ইন বাংলাদেশ শীর্ষক নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর সোমবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সিএস ও হাব বাগেরহাট সভাপতি মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, আইআরভির নির্বাহী পরিচালক মেরীনা পারভীন জুথী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নির্বাচন, নেতৃত্ব ও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের ভূমিকা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, নারী সংগঠন, যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available