• ঢাকা
  • |
  • শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৪৯ (06-Dec-2025)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৯:০৯

সংবাদ ছবি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

Ad

৬ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Ad
Ad

ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি, বিএনপি নেতা মনির হোসেন সরকার, মোহাম্মদ আলী মাস্টার, তৈয়বুর রহমান পনির, রুহুল আমিন সরকার, ওয়াদুদ সরকার, সিদ্দিকুর রহমান বকাউল, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ আলী প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সবসময় জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা কামনা করে দেশের মানুষ দোয়া করছে। জনগণের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে শীতের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে। এসময় তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও জাতির কল্যাণ কামনা করেন।

কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রায়পুরে ২০ জন হাফেজকে পাগড়ি প্রদান
৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৯:৪০



সংবাদ ছবি
ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি
৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:১২




Follow Us