- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:৩৩:০৩ (28-Dec-2025)
- - ৩৩° সে:
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।


উল্লেখ্য, ৫০০ জন কৃষকের মঝে ৫ কেজি করে বোরো ধানের উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি আরও ১,২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
এ সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষকদের আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available