• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:২৯:৩২ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বসতঘরে আগুন, ১২ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:১৪:৪৪

সংবাদ ছবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোররাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারগুলোর নগদ টাকা, আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের রফিকুল ইসলাম রবির বাড়িতে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ১২টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। ভোর রাতে অগ্নিকাণ্ড ঘটায় ঘরে থাকা বাসিন্দারা হতবিহ্বল হয়ে পড়েন এবং কোনো মালামাল বের করার সুযোগ পাননি।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১২টি পরিবারের সারা জীবনের সঞ্চয় ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ফ্রিজ, টিভি ও অন্যান্য মালামালসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৭





সংবাদ ছবি
শিবগঞ্জ সীমান্তে ২৯টি ভারতীয় মোবাইল জব্দ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:২৭




Follow Us