• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৪৬:৩০ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

ভুয়া দাখিলায় জমি রেজিস্ট্রির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৫৮:৩৫

সংবাদ ছবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় স্মার্ট ভূমি উন্নয়ন করের ভুয়া দাখিলা তৈরি করে জমি রেজিস্ট্রির চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Ad

২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় আকোটের চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

Ad
Ad

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী মৌজার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মো. মোস্তফিজুর রহমানের পক্ষে তার আত্মীয় কামরুল ইসলাম ভূমি অফিসে উপস্থিত হন। সে সময় বদলিজনিত কারণে নামজারি আইডি সচল না থাকায় খতিয়ান সমন্বয় ও দাখিলা প্রদান করেননি।

পরবর্তীতে কামরুল ইসলাম দাখিলা নিয়ে জমি রেজিস্ট্রেশনের জন্য গেলে সাব-রেজিস্ট্রার স্ক্যানের মাধ্যমে যাচাই করে দাখিলাটি সন্দেহজনক মনে করেন এবং বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন।

জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানান, আকোটের চর ইউনিয়নের মোলামের ডাঙ্গী এলাকার আব্দুল ছত্তার বেপারীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাকিব মিয়ার মাধ্যমে তিনি দাখিলাটি পেয়েছেন। যাচাই-বাছাই শেষে দাখিলাটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত রাকিবুল ইসলামের মোবাইল ফোন তল্লাশি করে একটি যুক্তরাজ্যের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভুয়া দাখিলা প্রেরণের প্রমাণ পাওয়া যায়। বিনিময়ে অভিযুক্ত ২ হাজার ৪০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, প্রতারক চক্র বিভিন্ন ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষকে প্রতারিত করছে এবং ফিশিং, হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধ করে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, ‘স্মার্ট ভূমি উন্নয়ন করের ভুয়া দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা করা হচ্ছিল। সাব-রেজিস্ট্রারের সন্দেহের ভিত্তিতে আমরা তদন্ত করে জাল দাখিলা প্রস্তুতকারককে শনাক্ত করতে সক্ষম হই। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন শাহ্ জানান, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৫:৫১




সংবাদ ছবি
ঢাকা-১৫ আসনে মনোনয়ন ফরম নিলেন জামায়াত আমির
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৯:৩৭



সংবাদ ছবি
নলডাঙ্গায় ইউশা ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:২০


Follow Us