• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ রাত ০৯:৪১:০৪ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজাপুরে বাজি ধরে খালে ডুব, প্রাণ গেল কৃষকের

২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৫৭

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে কনকনে শীতের সকালে খালে নেমে টানা ১০০ বার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Ad

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা ও আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাচারি বাড়ি বাজারে নিয়ে যান। শীতের সকালে ভারী কাজ করার কারণে তার শরীর গরম হয়ে ওঠে। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন তিনি।

এরপর খালি গায়ে খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন বাবুল মোল্লা। ডুব দেওয়ার সময় খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও করতে নিষেধ করেন তিনি। ডুব শেষ করে খাল থেকে উঠে রাস্তায় আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবুল মোল্লা।

স্বজনরা দ্রুত তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে শরীরে মালিশ করেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রংপুর রেঞ্জ ডিআইজির থানা পরিদর্শন
২৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৭:১৬





সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৪১


Follow Us