রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রতি বছরের মতো সাফা মারওয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

২৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলার পুটিয়াখালী এলাকায় জানিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদ্রাসার মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সাফা মারওয়া ফাউন্ডেশনের সভাপতি সিআইপি হযরত মাওলানা সিফাত উল্লাহর অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসহান হাবিব সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন ও খলিলুর রহমান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা সিফাত উল্লাহ বলেন, ‘এ অনুদান আমার একার নয়, এটি আল্লাহ রাব্বুল আল আমিন আপনাদের কাছে আমার মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। এর প্রকৃত হকদার আপনারাই। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available