- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:১৯:২৯ (28-Dec-2025)
- - ৩৩° সে:
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনস্থ করতোয়া নদী পাড়ের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে।

এভাবে মাটি কাটার কাজ চলায় আশপাশের কৃষিজমি ও স্থানীয়দের চলাচলের রাস্তা হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।


স্থানীয়দের অভিযোগ, সারুটিয়া এলাকার মৃত নজাবত আলীর ছেলে উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ফেরদৌস সরকার নদী থেকে অবৈধভাবে মাটি কেটে প্রতিদিন ট্রাকযোগে স্থানীয় ইটভাটায় বিক্রি করছেন। এতে নদীটির পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ভাঙনের আশঙ্কা বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, চান্দাইকোনা-রানীরহাট সড়কসংলগ্ন সারুটিয়া এলাকায় পাউবোর একটি নদী রয়েছে। সড়ক থেকে প্রায় ৩০০ মিটার দক্ষিণে নদীটির পাড়ে ভেকু মেশিন দিয়ে প্রায় পাঁচ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। কাটা মাটি ড্রাম ট্রাকে করে ইটভাটায় নেওয়া হচ্ছে। খালের পাশেই কয়েক বিঘা কৃষিজমি থাকায় জমি ও ফসল ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা।
নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, “প্রতি বছরই খালের মাটি কেটে প্রভাবশালীরা ইটভাটায় বিক্রি করে। এবারও দুই দিন ধরে মাটি কাটা হচ্ছে। এতে চলাচলের পথ নষ্ট হয়, ফসল ঘরে তুলতে অনেক কষ্ট হয়।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কৃষক দলের নেতা ফেরদৌস সরকার সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমার নিজের জমিতে আগে কলা গাছ ছিল। এখন ধান চাষ করার জন্য কলা গাছ কেটে মাটি অন্যত্র নিচ্ছি। মাটি কাটার বিষয়ে ভূমি অফিসে আবেদন করেছি। নায়েব সাহেব আমাকে মৌখিকভাবে তিন দিনের অনুমতি দিয়েছেন। অনুমোদন নিয়েই বৈধভাবে মাটি কাটছি।’
চান্দাইকোনা ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী মো. ফিরোজ আহমেদ বলেন, আমি কাউকে মাটি কাটার জন্য অনুমতি দেইনি। আর আমার অনুমতি দেওয়ার বিধান নাই।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, “পাউবোর খাল বা খালপাড়ের মাটি কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available