- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:৩২:৫২ (28-Dec-2025)
- - ৩৩° সে:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাহমুদুল হাসান নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

২৩ জুন রোববার দুপুর ১২ টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মাহমুদুল হাসান উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাগলা উত্তর পাড়া গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজারের সামনে মাইক্রোবাসের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হন ও ভ্যানে থাকা একজন গুরুতর আহত হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাস্থ থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available