- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:৩২:০৭ (28-Dec-2025)
- - ৩৩° সে:
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি রাজস্থলীর মাঝামাঝি স্থানে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহী আহত হয়েছে।

২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় উপজেলার বিলাইছড়ি সাইসল এলাকায় ঝর্ণার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বিলাইছড়ি সাইসল এলাকার আগুন চাকমা (২৬) একই এলাকার নন্দ লাল চাকমা (২১) ও শান্তি চাকমা (২৩)।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে সাইসল এলাকায় তিন জন কাজ শেষে ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় সাইসল সড়কের পাশে ফাঁকা রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন আরোহী মারাত্মক আহত হয়। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক ডা. নাজিম উদ্দিন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available