• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৪৭:৩১ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:৪২

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ভাড়ায় নেওয়া বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

Ad

২৪ ডিসেম্বর বুধবার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনবাড়ি এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আখিরুল ইসলাম ধাক্কামারা ইউনিয়নের মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলাম সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি নিজেই মাইক্রোবাস চালাচ্ছিলেন। টেংগনবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের সঙ্গে আটকে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করেন। এতে মাইক্রোবাসটি রেললাইন পার হতে সক্ষম হলেও আখিরুল নিজে পার হতে পারেননি। ঠিক সেই সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিশেষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের বহনের জন্য ওই বিশেষ ট্রেনটি ভাড়া করা হয়েছিল। ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে রাত ৮ টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে কোনো রেলক্রসিং বা গেটম্যান না থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণ বা সতর্ক করার কেউ থাকে না। এই অব্যবস্থাপনাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করছেন।

এদিকে একই রাতে রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেন টেংগনমারি এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা ট্রেনটির গতিরোধ করে এবং লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেনটি পেছনে সরিয়ে পুনরায় পঞ্চগড় রেলস্টেশনের প্ল্যাটফর্মে এনে রাখা হয়।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জাহিদুর ইসলাম জানান, সন্ধ্যা ৮টার দিকে পঞ্চগড় স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছেড়ে যায়। স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই টেংগনবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে রাত ৯টা ১০ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে কিছুদূর যাওয়ার পর বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে সেটিকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
পঞ্চগড়ে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আটক ১
২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৯:১৬

সংবাদ ছবি
ফেসবুকে আপত্তিকর ভিডিও, শিক্ষিকা বরখাস্ত
২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৯:৪৩



সংবাদ ছবি
প্রথম সমাবর্তনকে ঘিরে বুটেক্সে উৎসবের আমেজ
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৫:০৮





Follow Us