• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:২৭:৫২ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীর বেলাবতে দুটি রিভলবারসহ মা-মেয়েকে আটক

১৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৫০:১১

নরসিংদীর বেলাবতে দুটি রিভলবারসহ মা-মেয়েকে আটক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে দুটি রিভলবারসহ মা-মেয়েকে আটক করেছে থানা পুলিশ। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad

বৃহস্পতিবার সন্ধ্যায় বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Ad
Ad

গ্রেফতারকৃতরা হলেন হাফিজুল ইসলাম তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) এবং তার মেয়ে হালিমা আক্তার (২৫)। তারা উভয়ই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বেলাব থানায় একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে বলেও পুলিশ জানায়।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত মা-মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করছিল। এ সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে দুটি রিভলভার পাওয়া যায়।

পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র দুটি পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

এ ব্যাপারে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us