• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:৩২:৫৩ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

মাধবপুরে ঘুমন্ত পরিবারের উপর গুলি বর্ষণ

২৩ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৮:১৬

মাধবপুরে ঘুমন্ত পরিবারের উপর গুলি বর্ষণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিয়াপাড়া সংলগ্ন সুলতানপুর গ্রামে ঘুমন্ত পরিবারের ওপর এলোপাতারি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

Ad

২২ আগস্ট শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা রাসেল মিয়া জানান, তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জানালার পাশে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘরের গ্লাসের জানালার ভাঙ্গা অংশ ভেতরে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান রাসেল ও তার পরিবার।

খবর পেয়ে রাতেই হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন। পরে দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ-উল্লাহ, তদন্ত ওসি কবির মিয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাসেল মিয়া অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এই প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। তিনি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে ওসি সহিদ-উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে গুলির প্রমাণ পেয়েছি। অপরাধী যেই হোক আইনের বাইরে নয়। এলাকায় আতঙ্ক সৃষ্টি না হয় সে জন্য পুলিশি টহল জোরদার করা হবে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us