নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অর্ধ শতাধিক আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তি।

৯ নভেম্বর রোববার সকালে নরসিংদী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অপরাধ দমন ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।


জেলা পুলিশ সুপার মেনহাজুল আলমের নির্দেশে জেলার সব থানা ও ইউনিট ইনচার্জের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নিয়মিত মামলা, মাদক উদ্ধার, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত মিলে মোট ৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এ সময় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও অর্ধ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া, একাধিক হত্যা মামলার এক আসামিকে এক রাউন্ড শটগানের গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ‘অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও সক্রিয়। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available