• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৪৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঘুমন্ত মা-শিশুর উপর এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

৬ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১১:০২

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ঘুমন্ত মা ও শিশুর উপর এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত মো. খোকনকে (৫৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের দাবি আটককৃত ব্যাক্তি ভুক্তভোগী নারীর ২য় স্বামী।


৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে অভিযুক্ত‌কে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে ভুক্তভোগীর মা সাহেদা বেগম (৬৫) বাদী হয়ে গত ৪ জুলাই এসিড অপরাধ দমন আইনে-(২০০২) আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

Ad
Ad

আটক খোকন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসর আলীর ছেলে।

Ad

র‌্যাব জানায়, ভুক্তভোগী মোর্শেদার ১ম স্বামীর সাথে তালাক হওয়ার পর তার কন্যা সন্তান মারিয়াকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করছিলেন। ৫ মাস পূর্বে অভিযুক্ত খোকনের সাথে তার বিয়ে হয়। এটি খোকনের তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে শিশু মারিয়াকে তার নানির বাড়িতে রেখে আসার জন্য চাপ দিচ্ছিলেন মোর্শেদার স্বামী। কিন্তু রাজি না হওয়ায় তাকে প্রায়ই মারধর করতেন খোকন। এরই জেরে বিয়ের ৩ মাস পর খোকন তার স্ত্রী মোর্শেদাকে মারপিট করে মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মায়ের বাড়িতেই মোর্শেদা তার সন্তান মারিয়াকে নিয়ে বসবাস করে আসছিলেন।

গত ২৩ জুন রাতে মোর্শেদা ও তার মেয়ে মারিয়া নিজ কক্ষে শুয়ে থাকা অবস্থায় আসামী খোকন অজ্ঞাত ৩-৪ জনকে সাথে নিয়ে তাদের উপরে এসিড নিক্ষেপ করে। এসিডে মোর্শেদার ডান পায়ের উরু ও তার কন্যা মারিয়ার মুখমন্ডল ঝলসে যায়। এ সময় বিদ্যুতের আলোয় জানালা দিয়ে তাদের দেখতে পেয়ে চিৎকার করেন  মোর্শেদা। তাদের চিৎকারে মোর্শেদার মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরে পরিবারের সহযোগিতায় আহত অবস্থায় তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিজিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আটক খোকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪২


সংবাদ ছবি
সাটুরিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:০৫


সংবাদ ছবি
শাপলা প্রতীক সরছি না, ১৫০ আসন পাবে এনসিপি
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:০৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৭

সংবাদ ছবি
শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:৩৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪



Follow Us