• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:০৮:৪৬ (23-Sep-2025)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে ১১ দিন ধরে শিক্ষকদের ক্লাস বর্জন

২৩ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৫:১৪

সংবাদ ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বি পি বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে অনিয়ম ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে ১১ দিন ধরে সহকারী শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। এ বিষয়ে ১৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের ১৪ জন সহকারী শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে বিদ্যালয়টির শিক্ষক প্রতিনিধির স্বাক্ষর জাল ও অভিভাবক সদস্যদের না জানিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারিকে নিয়োগ দেন প্রধান শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ফুঁসে উঠে সহকারী শিক্ষকরা। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ১১ দিন ধরে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন তারা।

Ad
Ad

শিক্ষকরা জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজ খেয়াল খুশিভাবে বিদ্যালয়টি পরিচালিত করছেন প্রধান শিক্ষক মো. আলম। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে কোনো পরামর্শ ও সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন তিনি।

Ad

এ দিকে বিদ্যালয়টির শিক্ষকদের ক্লাস বর্জন করার ঘটনায় শিক্ষার্থীরা বেশ অসুবিধার মধ্যে পড়েছেন। তারা প্রতিদিন স্কুলে উপস্থিত হলেও ক্লাস না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরছেন। দ্রুত ক্লাস চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। আমাদের ক্লাস হচ্ছে না। আমরা প্রতিদিন ঘুরে ঘুরে বাড়িতে আসি। আমাদের ক্লাস না হওয়ায় লেখা-পড়ার সমস্যা হচ্ছে।

শিক্ষকরা জানান, আমাদের স্বাক্ষর জাল করে গোপনে প্রধান শিক্ষক ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ দিয়েছেন, তা আমরা জানি না। আমরা জানতে গেলে আমাদের বিভিন্ন হুমকি-ধামকি দেন প্রধান শিক্ষক আলম। আমরা তার বিচার চাই।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. আলম বলেন, আমার অনুমতি ছাড়া আপনার ওখানে যাওয়া ঠিক হয়নি। আমার কিছু বলার নেই। আপনার যা করার আপনি করতে পারেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করা হবে। উপজেলা শিক্ষা অফিসার ছুটিতে আছেন। তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডু অর ডাই ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫৬:১৬

সংবাদ ছবি
রাজশাহীতে মা হলেন বিধবা নারী, এলাকায় তোলপাড়
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১২:০৬


সংবাদ ছবি
আর ছাড় দেওয়ার সুযোগ নেই
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৩৮:১৬

সংবাদ ছবি
জন্ম থেকেই কারাগারে বন্দী!
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২০:১৩

সংবাদ ছবি
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী আটক
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১২:০৩


সংবাদ ছবি
সোনালীর বাবাকে ইজিবাইক দিলেন ডিসি
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৫:০৯

সংবাদ ছবি
বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির দুই শিক্ষক
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৭:৩৮


Follow Us