বিনোদন প্রতিবেদক: বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখে নিজ ক্যারিয়ার সমৃদ্ধ করে এগিয়ে চলছেন এই প্রজন্মের গুণী শিল্পী জ্যাকলিন কাব্য।

তিনি লেখক, কবি, অভিনেত্রী, মডেল হিসেবে সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন দর্শক শ্রেতার। সম্প্রতি তার লেখা গান ‘তোমাকে পেয়েছি কপালের জোড়ে’ জি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছ। নিজেই হয়েছেন এই গানের মডেল।


মিউজিক ভিডিও সম্পর্কে জ্যাকলিন বলেন, অসম্ভব সুন্দর লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের খুব সাড়া পাচ্ছি। অনেকে ফোন দিয়ে কাজের প্রশংসা করছেন।
লেখালেখি নিয়েও ব্যস্ত সময় পার করছেন জ্যাকলিন। ৩টি কবিতার বই প্রকাশ হয়েছে তার, কাব্য জয়, প্রণয়ের দেবতা, মানুষ মূলত মেঘের মতোন। জ্যাকলিন জানিয়েছেন, একুশের বই মেলা নিয়েও নতুন কাব্যগ্রন্থ বের করার প্রস্তুতি চলছে।
নিজের কাজ সম্পর্কে জ্যাকলিন বলেন, নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করতে ভালো লাগে। সম্প্রতি কিছু পরীক্ষণমূলক ফটোশ্যুট করেছি। কাজের মাধ্যমে নিজেকে প্রতিদিন ভাঙার চেষ্টা করি।
জ্যাকলিন দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছেন। বিভিন্ন ব্রান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন; তারমধ্যে বিশ্বরঙ, মিরা, ইয়ারান ব্লু ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি রিয়েলমার্ট বিডি, এনএফসি কার্ড ডট কমসহ কয়েকটি কোম্পানির ব্রান্ড এম্বাসাডর, পাশাপাশি কাকতাড়ুয়া প্রোডাকশন-এর ব্রান্ড মডেল ও প্রতিষ্ঠা মেম্বার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available