• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৫৭:১৪ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

২০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:৫২:৫১

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরইল গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

১৯ সেপ্টেম্বর শুক্রবার গ্রামবাসীর সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতা সরইল বটতলী সংলগ্ন বিলগুঠিয়া বিলে বিকাল ৩টা থেকে শুরু হয়। জমকালো এই আয়োজনে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থী এই প্রতিযোগিতা উপভোগ করতে ছুটে আসেন। নৌকা বাইচ দেখতে এসে গোটা এলাকা যেন পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে।

শিকারপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, প্রধান বক্তা নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলার সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সাধারণ সম্পাদক মো. আলকাফী তুহিন ছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল হক রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান লিপ্ত, মো. ওবায়দুর রহমান সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় এক বাসিন্দা জানান, এই নৌকা বাইচ আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি অমূল্য অংশ। বহু বছর পর আবার এমন আয়োজন দেখে আমরা অত্যন্ত আনন্দিত।

এই আয়োজন শুধু একটি খেলা নয়, বরং সমাজের ভ্রাতৃত্ববোধ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন। গ্রামবাসীর ঐক্য ও উদ্যোগে এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে হোক এমনটাই প্রত্যাশা সবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩