• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ দুপুর ১২:৪৫:৩৭ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:৩৮

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। চার দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দেওয়া ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি অবসরের ঘোষণা দিয়েছেন।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী পেলোসি বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর তিনি পুনর্নির্বাচনে অংশ নেবেন না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

পেলোসি বলেন, আমরা ইতিহাস গড়েছি, অগ্রগতি অর্জন করেছি। গণতন্ত্র রক্ষার এই পথচলায় আমাদের এগিয়ে যেতে হবে এবং আমেরিকার আদর্শ রক্ষায় লড়াই চালিয়ে যেতে হবে।

সান ফ্রান্সিসকোবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমার প্রিয় শহর সান ফ্রান্সিসকো—তোমরা তোমাদের শক্তি জানো, সেটিই তোমাদের সবচেয়ে বড় সম্পদ।

ন্যান্সি পেলোসি ১৯৮৭ সালে প্রথম কংগ্রেসে নির্বাচিত হন। দ্রুতই তিনি ডেমোক্র্যাট দলের শীর্ষ পর্যায়ে উঠে আসেন এবং ২০০৭ সালে মার্কিন ইতিহাসে প্রথম নারী হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হন। তিনি ২০১১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, এরপর ২০১৯ সালে আবারও স্পিকার পদে ফিরে আসেন এবং ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, স্পিকার পদটি কংগ্রেসের একমাত্র সংবিধানিকভাবে নির্ধারিত পদ এবং ভাইস প্রেসিডেন্টের পরেই রাষ্ট্রপতির উত্তরসূরির তালিকায় দ্বিতীয় অবস্থানে।

পেলোসি কর্মজীবনে একাধিক মার্কিন প্রেসিডেন্টের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন, জো বাইডেনের ইনফ্রাস্ট্রাকচার, জলবায়ু পরিবর্তন ও সমলিঙ্গ বিবাহ সুরক্ষা আইন পাসে তিনি মুখ্য ভূমিকা রাখেন।

ডোনাল্ড ট্রাম্পের সময় তিনি ছিলেন রিপাবলিকানদের অন্যতম প্রধান সমালোচক। সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ২০২০ সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় তার হাতে থাকা ট্রাম্পের ভাষণপত্র ছিঁড়ে ফেলা।

পেলোসি দুইবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চালান—প্রথমটি ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির ঘটনায়, দ্বিতীয়টি ২০২১ সালে ক্যাপিটল দাঙ্গায় উসকানির অভিযোগে। দুইবারই রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট ট্রাম্পকে খালাস দেয়।

পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি খুশি যে সে অবসর নিচ্ছে। সে একজন খারাপ নারী ছিল, আর তার অবসর দেশের জন্য উপকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
জব্দ হওয়া জাটকা বিতরণের আগেই লুট
৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৪:৪৫





Follow Us