আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার ভোরে দ্রুতগামী ওই বাসটি মহাসড়কে মোড় নেওয়ার সময় রাস্তার বেষ্টনিতে সজোরে আঘাত করলে তা দুমড়েমুচড়ে উল্টে যায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ১৫ জন। খবর বার্তা সংস্থা এএফপির।

দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে স্থানীয় উদ্ধার এজেন্সির প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে যোগিকার্তার উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের লেন পরিবর্তনে মোড় নেওয়ার সময় বাসটি প্রচণ্ড গতিতে সড়ক বেষ্টনিতে আঘাত করে ও উল্টে যায়।


বুদিওনো বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল থেকে ৩৪ জনকে বের করে নিয়ে আসতে পেরেছি।’ তিনি আরও জানান, ঘটনাস্থলেই ১৫ জন মারা যায় ও একজন পরে মারা যায় হাসপাতালে। এছাড়া আরও বেশ কয়েকজনকে পার্শ্ববর্তী সেমারাং শহরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিশাল দ্বীপমালার দেশ ইন্দোনেশিয়ায় পুরনো যানবাহন রাস্তায় চলাচলের আইন অনুসরণ না করায় প্রায়ই মারাত্মক দুর্ঘটনায় পড়ে। ২০২৪ সালে একটি ব্যস্ত মহাসড়কে গাড়ি ও দ্রতগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়। এছাড়া ২০১৯ সালে পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে একটি বাস গিরিখাতে পড়ে গেলে ৩৫ জন নিহত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available