• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ রাত ১০:২৫:৩২ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার

১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫২

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সহিংস বিক্ষোভে বেসামরিক নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও প্রাণ হারিয়েছেন। তবে এই ব্যাপক প্রাণহানির জন্য আন্দোলনকারীদের দায়ী না করে অজ্ঞাত ‘সন্ত্রাসীদের’ ওপর দোষ চাপিয়েছে তেহরান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান শাসনব্যবস্থার জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দেশটির ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি ও লাগামহীন মুদ্রাস্ফীতির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামলেও সরকার একে বিদেশি শক্তির উসকানি হিসেবে উল্লেখ করছে।

সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের অসংখ্য ভিডিওর সত্যতা যাচাই করেছে রয়টার্স। এসব দৃশ্য গত তিন বছরের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভ দমনে ইরান সরকার দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একদিকে অর্থনৈতিক সংকটকে ‘ন্যায্য’ বলে স্বীকার করা হচ্ছে, অন্যদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই গণআন্দোলনকে নাশকতায় রূপ দিতে মদদ দিচ্ছে।

অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে এবং ইতোমধ্যে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানজুড়ে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এমনকি মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট অচল করতে সামরিক মানের জ্যামার ব্যবহার করছে দেশটির নিরাপত্তা বাহিনী বলে জানা গেছে। এতে তথ্যের অবাধ প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা তেহরান এখন অভ্যন্তরীণ এই বিদ্রোহ দমনে মরিয়া হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
১৩ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১০:০৩





ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫২



Follow Us