• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১২:৩৫:৩৬ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৭ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:৩৯

মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মানিকগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে বাধা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে এলজিইডির ঠিকাদার আনিছের বিরুদ্ধে। এ বিষয়ে ঘিওর থানায় একটি সাধারণ অভিযোগ (জিডি) করেন ওই সাংবাদিক।

Ad

অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের হেলাচিয়া হতে তেরধোনা পর্যন্ত রাস্তা নির্মানের কাজ পায় ঠিকাদার আনিছ। কাজে ব্যাপক অনিয়ম ও রাস্তার পাশের অসহায় মানুষের ব্যক্তি মালিকানাধীন ও কালিমন্দিরের জায়গায় ভেকু দিয়ে মাটি কেটে রাস্তার কাজ করছিলেন এই ঠিকাদার। এলাবাসীর অভিযোগে সরজমিনে একটি  দৈনিক পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: সজল আলী সংবাদ সংগ্রহে গেলে তার পেশাগত দায়িত্ব পালনে বাধা ও সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। হুমকি প্রদানের পর থেকে আতঙ্ক বিরাজ করছে ওই সাংবাদিক ও তার পরিবারের মধ্যে।

Ad
Ad

সাংবাদিক সজল বলেন, গতকাল (বুধবার) সন্ধায় খবর পাই রাজনৈাতিক প্রভাব খাটিয়ে পশ্চিম হেলাচিয়া কালি মন্দিরের পূজার স্থানের মাটি কেটে রাস্তা নির্মাণ করছে ঠিকাদার আনিছ সাহেব। এ বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে গেলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে প্রাণনাশের হুমকি প্রদান করে। জমির মালিক ও কালিমন্দিরের লোকজন এসে আমাকে উদ্ধার করেন। আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এ ব্যাপারে ঠিকাদার আনিছের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি এড়িয়ে ভিন্ন প্রসঙ্গে কথা বলেন।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে ও প্রাণনাশের হুমকি প্রদান করায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us